বিহারে থেকে পালিয়ে আসা দুই নাবালিকা বোনকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলো দুর্গাপুর পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯অক্টোবরঃ
মা বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে অবশেষে পুলিশের হাত দিয়ে ফের বাড়ি ফিরল বিহারের বাসিন্দা নাবালিকা দুই বোন। বিহারের মুঙ্গেরের অভয়পুরের বাসিন্দা সুনীতা কুমারী(১৩) ও অঞ্জলি কুমারী(৯) দুই বোনকে আজ অর্থাৎ সোমবার দুপুরে তাদের বাবা মায়ের হাতে তুলে দিলো আসানসোল দুর্গাপুর পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, পড়াশুনা নিয়ে বাবা মা সুনীতা ও অঞ্জকিকে বকাঝকা করে আর তাতে অভিমান হয় দুই বোনের। সেই অভিমান থেকে তারা সিদ্ধান্ত নেয় বারি থেকে চলে যাওয়ার। সেই মতো তাঁরা বাড়িও ছাড়ে। তাঁরা বেগুসরাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তাঁরা ভুল বাসে চেপে পড়ে। বেশ কিছু সময় পর তাঁরা বুঝতে পারে যে তাঁরা ভুল বাসে চেপে পড়েছে। এরপরে তাঁরা দুর্গাপুরের ইন্দো আমেরিকা মোড়ে নেমে পরে। ওদিকেদুই বোনের খোঁজ না মেলায় তাদের অভিভাবক স্থানীয় থানায় যোগাযোগ করে। সেই থানা থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের সাথে যোগাযোগ করা হয়। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানার পর দুর্গাপুরের সার্কেল ইনস্পেক্টর অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে নিউটাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক, কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বিধাননগর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক একসাথে দুই বোনের সন্ধানে তল্লাশী শুরু করে। সারা রাত ধরে চলতে থাকে তল্লাশী। দুই বোনের কাছে যে মোবাইল ফোন ছিল সেই ফোনের টাওয়ার লোকেশন করে অবশেষে দুই বোনকে উদ্ধার করা সম্ভব হয়। এদিকে সারাদিন অভুক্ত থাকার কারনে অসুস্থ হয়ে পড়ে ছোট বোন অঞ্জলি। তাঁকে পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর দেওয়া হয় তাদের অভিভাবককে। এরপর আজ দুপুরে দুই বোনকে তাদের মায়ের হাতে তুলে দেয় দুর্গাপুর পুলিশ। নিরাপদে দুই সন্তানকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি তাদের বাবা মা। আসানসোল দুর্গাপুর পুলিশকে তাঁরা ধন্যবাদও জানাতে ভোলেন না।