কোভিড মোকাবিলায় এবার এগিয়ে এলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তৈরী হচ্ছে করোনা হাসপাতাল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩মেঃ
দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রতিদিন উত্তোরত্তর বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। হিমশিম খাচ্ছে এই রাজ্যের হাসপাতালগুলি। বেডের অভাব, অক্সিজেনের সংকুলানে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। একই পরিস্থিতি জেলা পশ্চিম বর্ধমানেও। এই মুহূর্তে এই রাজ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ করোনায় আক্রান্তদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো, কারন ইতিমধ্যেই এই জেলার বেসরকারি সরকারী হাসপাতালগুলিতে বেডের মারাত্মক অভাব দেখা দিয়েছে। তাই সবার আগে দরকার বেডের সংখ্যা বাড়ানো। এই পরিস্থিতিতে তাই দুর্গাপুর ইস্পাত কারখানার পক্ষ থেকে CHRD (সেন্টার ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) এর বিল্ডিংটিকে করোনা হাসপাতালে রূপান্তরিত করে রাজ্য সরকারের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হল যেহেতু বিল্ডিংটি কারখানার মেন গেট সংলগ্ন তাই কারখানার অক্সিজেন প্ল্যান্ট থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যনে অক্সিজেন সরবরাহ করা সুবিধাজনক হবে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে হাসপাতালটি চালু করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।