করোনা সংক্রমণ এড়াতে সাধারন মানুষকে সচেতন করতে দুর্গাপুর মহকুমা প্রশাসনের নতুন উদ্যোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩সেপ্টেম্বরঃ
ক্রমবর্ধিত বাড়তে থাকা করোনা সংক্রমন রুখতে ভীষণভাবে প্রয়োজন সুরক্ষা আর সামাজিক সচেতনতা। তাই সাধারন মানুষকে আরো বেশি করে সচেতন করতে এবার আরো এক পদক্ষেপ গ্রহণ করল দুর্গাপুর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার মহকুমা প্রশাসনের তরফে একটি ট্যাবলোর সূচনা করলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে।
এই ট্যাবলোতে থাকছে করোনা সংক্রমণ আটকাতে থাকছে সতর্কতামুলক বার্তা। করোনা আবহে কি করবেন, কি করবেন না সেই ব্যাপারে থাকছে সচেতনতার বার্তা। এছাড়াও এই ট্যাবলোতে রাখা হয়েছে মাস্ক ও জীবানুনাশক। দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তরে এই ট্যাবলো ঘুরতে থাকবে সাথে পথচলতি যে সমস্ত মানুষজন বিনা মাস্কে বাড়ির বাইরে বেরোবেন তাদের মাস্ক বিতরন করা হবে সাথে বিতরন করা হবে জীবানুনাশকও।
মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, “করোনা সংক্রমণ এড়াতে সবার আগে সাধারন মানুষের সচেতনতা দরকার, আর তাদের সচেতন করার ব্যাপারে আমাদেরও দায়িত্ব রয়েছে। তাই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই ট্যাবলো বের করা হল যা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচার করা শুরু হল আজ থেকে। যতদিন করোনার দাপট থাকবে ততদিন এই ট্যাবলো শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সাধারন মানুষকে সচেতন করে যাবে।”