পুরোনো শত্রুতার জেরে প্রাণ গেলো দুর্গাপুরের সুবোধের? গ্রেফতার মৃতের বন্ধু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭অক্টোবরঃ
বন্ধুর সাথে উত্তপ্ত কথা বিনিময়, তারপরেই কথা কাটাকাটি আর তার থেকে বন্ধুকে খুন। পুলিশী জেরায় স্বীকার করল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার সূর্যসেন কলোনীর বাসিন্দা গুরজিন্দর সিং। কিন্তু শুধুমাত্র মতবিরোধই কি এই খুনের কারন, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো কারন? তা জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গতঃ এবিএল টাউনশিপের বাসিন্দা পেশায় একটি বেসরকারী কারখানার ঠিকা শ্রমিক সুবোধ প্রসাদ রায়কে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুরে মহকুমা হাসপাতালের নিয়ে যাওয়া হয় নবমীর রাতে। সুবোধের মাথার পেছনে ক্ষত চিহ্ন ছিল। সুবোধের পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ সুবোধেরই এক বন্ধু গুরজিন্দর সিংকে পুলিশ প্রথমে আটক করে। পুলিশী জেরায় গুরজিন্দর জানায় নবমীর রাতে এ বি এল ডাকঘর সংলগ্ন একটি ফুটবল মাঠে রাতে গুরজিন্দর, সুবোধ ও আরো কয়েকজন বসে গল্প করছিল। আচমকাই গুরজিন্দরের সাথে সুবোধের কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই ঘটে যায় এই ঘটনা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গুরজিন্দর সিং এর বিরুদ্ধে এর আগেও মহিলা ঘটিত বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। এরপর ফের এই ঘটনায় নাম জড়ালো তার। পুলিশী হেফাজতের আবেদন করে আজ মঙ্গলবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের অনুমান এই খুনের পেছনে পুরোনো কোনো শত্রুতা রয়েছে। তবে সঠিক কারন জানার জন্য অভিযুক্তকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।