দুর্গাপুর থেকে দীঘার রাত্রীকালীন সরকারী বাস পরিষেবা
আমার কথা, দুর্গাপুর, ২৭ নভেম্বর:
শিল্পাঞ্চলের ভ্রমনপিপাসু মানুষদের জন্য সুখের বার্তা নিয়ে এলো দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। রাতে বাসে চেপে সোজা এবার পৌঁছে যাওয়া যাবে দীঘায়। সোমবার আনুষ্ঠানিক উদবোধন হল বাসটির।
জানা গিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে চালু হতে চলেছে দীঘার রাত্রিকালীন বাস পরিষেবা। রাত ৮টায় ডিলাক্স বাসটি ছাড়বে সিটিসেন্টার থেকে। এর পরের স্টপেজ দুর্গাপুর স্টেশন। সেখান থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছাড়বে রাত ৮.৩০ মিনিটে। বাসটি বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি হয়ে পৌঁছোবে দীঘায়। বাসের সঠিক ভাড়া এখনো নির্ধারিত না হলেও মোটামুটি কিলোমিটার প্রতি ১টাকা করে হতে পারে বলে জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, এডিডিএয়ের ভাইস চেয়ায়ম্যান কবি দত্ত,
পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।