জিতলে দুর্গাপুরের বন্ধ কারখানা পুনরায় খোলার প্রতিশ্রুতিতে ভোটের আবেদন সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২এপ্রিলঃ
সিপিআইএম এর দলীয় দফতর বিমল দাসগুপ্ত ভবনে এক সাংবাদিক সম্মেলন করলেন সংযুক্ত মোর্চার দুই প্রার্থী দুর্গাপুর পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আভাস রায় চৌধুরী ও দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের কংগ্রেস প্রাথী দেবেশ চক্রবর্তী। সংযুক্ত মোর্চার সরকার হলে পুরসভা ও পঞ্চায়েত ভেঙে দিয়ে মানুষের রায় নিয়ে গঠন করা হবে আবার। তারা জিতলে রাজ্যে কারখানা হবে কেমিক্যাল হাবও হবে পাশাপাশি দুর্গাপুরে বন্ধ কারখানা গুলোও খোলা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিলেন সংযুক্ত মোর্চার দুর্গাপুরের দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা।
প্রসঙ্গতঃ ২০১৬ সালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল বিপুল ভোটে জয়লাভ করলেও পুনরায় তৃণমূলে যোগদান করায় বিড়ম্বনা বারে। তাই এবারে ঐ কেন্দ্র সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে খোদ জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীকে প্রার্থী করে দল। যেখানে এবারেও ঐ একই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন গতবারের সংযুক্ত মোর্চার বিজয়ী প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। এই দিনের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলো সিন্ধু বর্ডারের কৃষক আন্দোলনের দুই নেতা।