দুর্গাপুরের ইস্কন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের উপচে পড়া ভিড়
আমার কথা, দুর্গাপুর, ২৬ আগস্টঃ
সাড়ম্বরে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এই দিনটি শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে মহা ধুমধামের সাথে পালন করেন কৃষ্ণভক্তরা। সারা দেশের সাথে শহর দুর্গাপুরে ইসকন মন্দিরেও তিনদিন ব্যাপি কৃষ্ণের আরাধনায় মেতে উঠেছেন কৃষ্ণ অনুরাগীরা। রবিবার সন্ধ্যে থেকে মন্দিরে পুজো শুরু হয়। তখন থেকেই মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আজ সোমবার অধিবাসের দিন সারাদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে।
দুর্গাপুরের ইস্কন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত মহারাজ ঔদার্যচন্দ্র দাস জানান, এ বছর শ্রীকৃষ্ণের আবির্ভাবের ৫২৫০তম আবির্ভাব তিথি। এই উপলক্ষ্যে সারা বিশ্বের পাশাপাশি দুর্গাপুরেও তিনদিনের জন্য পুজোর ব্যবস্থা করা হয়েছে। এবারের পুজোকে কেন্দ্র করে মন্দিরকে রাজস্থানের জয়পুরের মার্বেল প্যালেসের আদলে সাজিয়ে তোলা হয়েছে। আর এই থিমের সাথে সামঞ্জস্য রেখে শ্রীকৃষ্ণের পোশাকে আনা হয়েছে অভিনবত্ব। সুদুর রাজস্থান থেকে ৮ লক্ষ টাকা ব্যয়ে একটি ঘাঘরা তৈরী করা হয়েছে যা পিওর সিল্কের উপর মুক্তো, হীরে, চুনী পান্না, পোখরাজ জাতীয় মুল্যবান মনি মুক্তো ও সোনার জরি দিয়ে কারুকার্য করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে ১লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু তৈরী করা হয়েছে যা ভক্তবৃন্দদের মধ্যে বিতরন করা হছে। এদিন সকাল থেকে ভাগবত পাঠ, গীতাপাঠ, বেদ, পুরান পাঠ করা হচ্ছে। নহবত বসেছে মন্দির প্রাঙ্গণে।এদিন রাত ১০টায় ৬৪ প্রকার উপাচার দিয়ে অভিষেক হবে। বৃষ্টিকে উপেক্ষা করে সারাদিনে প্রায় ৩০-৪০ হাজার ভক্তের সমাগম হয়েছে। এছাড়াও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা মহারাজ শড়ীলা প্রভুপাদের ১০৮তম জন্মতিথি। এই উপলক্ষ্যে ১৪টি স্টল করা হয়েছে যেখান থেকে বিনামূল্যে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হবে।