দুর্গাপুরের মর্ডান স্কুলে ধুমধাম করে পালিত হল স্বাধীনতা দিবস
আমার কথা, দুর্গাপুর, ১৬ আগস্ট:
সারা দেশে ধুমধাম করে পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস। শিল্পাঞ্চল দুর্গাপুরেও এই দিনটি সাড়ম্বরে পালন করলেন শহরবাসী। আট থেকে আশি, সাধারন মানুষ থেকে উচ্চস্তরের মানুষজন এদিন দিনটিকে সম্মান জানান। এই দিনে শহরের বিভিন্ন স্কুলগুলিতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়৷ দুর্গাপুর এম.এ.এম.সি টাউনশিপ মর্ডান হাই স্কুলে স্বাধীনতা দিবস ও স্কুলের ৪৬ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্কুলের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানে স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি পরীক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক মিলিয়ে প্রায় ২৫০০ জন অংশ নেন।