গরু পাচারের সময় গাড়ি ধরলো গ্রামবাসীরা, পলাতক পাচারকারী
আমার কথা, আসানসোল, ২০ জুনঃ
আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে প্রায় সময়ই গরু চুরির ঘটনা সামনে আসে। কিন্তু গরু চোরদের কেউ ধরতে পাচ্ছিলো না। তবে গতকাল অর্থাৎ বুধবার রাত্রে সালানপুর থানার অন্তর্গত বৃন্দাবনী এলাকায় গরু চুরি করতে একটি চারচাকা পিকআপ ভ্যান নিয়ে আসে চোরেরা এবং গরু চুরির সময় এলাকার মানুষের নজরে পড়ে তারা আসেপাশের গ্রামে খবর দেয়। যদিও গাড়িতে করে গরু চুরি করে নিয়ে পালানোর সময় গাড়িটি এলাকার মানুষ ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারেনা। গাড়িতে এলাকার মানুষ আটকানোর জন্য ইট পাথর ছুঁড়ে গাড়িটি থামানোরও চেষ্টা করেও সফল হয় না। এরপর তাঁরা খবর দেয় সালানপুর থানার পুলিশকে। যদিও গাড়িটি আটকাতে পারেনি। পরে গাড়িটি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আটক করে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে গাড়ির মালিক সহ গরু চোরদের গ্রেফতার করতে হবে। অভিযোগ প্রায় সময়ই এলাকা থেকে বহু গরু চুরি হয়ে যাচ্ছে। গতকাল চুরি যাওয়া একটি গরু উদ্ধার করেছে পুলিশ। আটক করেছে চারচাকা পিকআপ ভ্যান গাড়িটি। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি। গ্রামবাসীরা দাবি করেন গাড়ির মালিককে অবিলম্বে থানায় ডাকা হোক। জিজ্ঞেস করা হোক গাড়িটি কাকে ভাড়া দিয়েছিল। তাহলেই বেরিয়ে যাবে কারা ওই গাড়িতে করে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল।