চুরি করার সময় দুর্গাপুরে পুলিশের জালে ধরা পড়ল ৬ দুষ্কৃতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪মার্চঃ
কাঁকসার বাঁশকোপা এলাকায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো ৬জন দুষ্কৃতি।
কাঁকসা থানা সূত্রে জানা গেছে বুধবার রাত্রে কাঁকসার বাঁশকোপা এলাকায় কাঁকসা থানার পুলিশ টহল দেওয়ার সময় দু জনকে কারখানার জিনিস নিয়ে পালাতে দেখে তাদের পিছু ধাওয়া করে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করে কারখানার সাথে জড়িত আরও চার জনকে কারখানার জিনিস বের করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হয় কারখানার মূল্যবান সামগ্রী।
বুধবার ধৃত ৬ দুষ্কৃতিকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতরা সকলেই কাঁকসার বাঁশকোপা,ও দুর্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে।