ডিএসপির পর এবার ডিভিসির উচ্ছেদ অভিযানের নোটিশ, বিক্ষোভ স্থানীয়দের
আমার কথা, দুর্গাপুর, ৩০ অক্টোবর:
দুর্গাপুর ইস্পাত কারখানার পর এবার দামোদর ভ্যালি কর্পোরেশনের উচ্ছেদ নোটিশ কে ঘিরে উত্তাল হয়ে উঠলো দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের ডিটিপিএস মায়াবাজার এলাকা। সোমবার ডিভিসির দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে একত্রিত হয় ডিভিসির জমিতে বসবাসকারী মানুষজন। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ৩৬, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ডের ডিভিসির জমিতে বসবাসকারী বাসিন্দারা। উল্লেখ্য শারদ উৎসব চলাকালীন ডিভিসি কর্তৃপক্ষ একটি নোটিশ দেয়, যে নোটিসে বলা হয় যে ডিভিসির জমিতে জবরদখলকারীদের অবিলম্বে সরে যেতে হবে ও ৮০০ মেগা ইউনিট নতুন প্লান্টের কাজে সাহায্য করতে হবে। মূলত ডিভিসির নতুন ৮০০ মেগা ইউনিট প্ল্যান্ট নির্মাণের জন্যই জমি প্রয়োজন। সেই কারণেই জবরদখল কারীদের উচ্ছেদের নোটিশ ধরায় ডিভিসি কর্তৃপক্ষ।
উচ্ছেদের আশঙ্কায় ভোগা সাধারণ মানুষের বক্তব্য যে উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন না দিলে তারা জায়গা ছাড়বে না। বিগত ৫০ ৬০ বছর ধরে তারা এখানে বসবাস করছে এবং এখানে বসবাসকারী মানুষের বেশিরভাগ অংশই দারিদ্র্যসীমার নিচে। আন্দোলনকারীরা ডিভিসি কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দিয়েছে, এর মধ্যে কর্তৃপক্ষ পুনর্বাসনের ঘোষণা না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা।