লাউদোহায় বিজেপি সমর্থকদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল ইসিএল
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৯ডিসেম্বরঃ
বিজেপি করার দোষে বিচ্ছিন্ন করে দেওয়া হলো আবাসনের বিদ্যুৎ সংযোগ। এমনটাই অভিযোগ উঠছে লাউদোহা গ্রামের ডাঙ্গাল পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে লাউদোহা ডাঙ্গাল পাড়া এলাকাটি ইসিএলের কোলিয়ারি সংলগ্ন হাওয়ায় সেখানে বাসিন্দাদের বাড়ি বাড়ি বিদ্যুৎ সরবরাহ করে থাকে ইসিএল সংস্থা। মঙ্গলবার সকালে ওই এলাকার ১৫ টি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ এলাকায় যারা বিজেপি সমর্থক হিসেবে পরিচিত বেছে বেছে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে। প্রতিবাদে গতকাল রাতেই ঝাঁঝরা এরিয়ার জেনারেল ম্যানেজারের আবাসনে মোমবাতি হাতে প্রতিবাদ দেখায় বাসিন্দাদের একাংশ।
তাদের অভিযোগ “আমরা বিজেপি দলের সমর্থক তাই তৃণমূলের উস্কানিতে সংস্থা এই কাজ করেছে। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন এলাকার মানুষজনের তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয়েছে তাই দলে দলে তারা বিজেপি দলে যোগদান করছে। সেই আক্রোশেই তৃণমূল এসব অনৈতিক কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।”
জবাবে তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান “যে এলাকার ঘটনা সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় ইসিএল সংস্থার পক্ষ থেকে। সংযোগ বিচ্ছিন্ন করেছে তারাই এর সাথে তৃণমূলের কোন যোগ নেই। মিথ্যা অপপ্রচার আর কুৎসা এসব করা বিজেপির কাজ।” এক্ষেত্রেও তারা সেই কাজ করছে বলে জানান সুজিত বাবু।