ন্যায্য পাওনার দাবিতে ধর্ণায় ইসিএলের বেসরকারী নিরাপত্তারক্ষীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮ফেব্রুয়ারীঃ
বকেয়া বেতন ও পিএফের দাবিতে ধর্নায় বসে বিক্ষোভ দেখালেন ইসিএলের কেন্দা এরিয়ার বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। সোমবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এই ধর্ণা বিক্ষোভ চলে এরিয়া অফিস গেটের সামনে।
নিরাপত্তারক্ষীদের পক্ষে তাপস গোপ, সুমন্ত লো-রা জানান কেন্দা এরিয়ার বিভিন্ন খনিতে নিরাপত্তা কাজের সাথে যুক্ত রয়েছে বেসরকারি সংস্থার ২২৮জন নিরাপত্তা রক্ষী। গত তিন মাসের বেতন তাদের বকেয়া রয়েছে। এছাড়াও বারো মাসের পিএফ এর টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা পড়েনি বলেও অভিযোগ তাদের। বেতন বকেয়া থাকায় সমস্যায় পড়েছেন নিরাপত্তা রক্ষীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ তারা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি-র ব্যানার-ফেস্টুন নিয়ে এরিয়া অফিসের গেটের সামনে ধর্নায় বসেন। পরে সংস্থার জেনারেল ম্যানেজারের আশ্বাসে ওঠে ধর্ণা।
কেন্দা এরিয়ার জেনারেল ম্যানেজার সুভাষ কুমার মুখার্জি বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেন আগামী দুই দিনের মধ্যে এক মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে। প্রভিডেন্ট ফান্ডের টাকা কেন অ্যাকাউন্টে জমা পড়েনি সেই বিষয়টিও দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।