তৃণমূলের জন্য ইডি, সিবিআই ভ্যাকসিন তৈরী করছে, দুর্গাপুরে “চায়ে পে চর্চায়” কটাক্ষ সায়ন্তনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২নভেম্বরঃ
করোনা থেকে মুক্তির একমাত্র উপায় ভ্যাকসিন আর কবে সেই ভ্যাকসিন আসবে তা নিয়ে অপেক্ষায় সকলে। তবে রাজ্যবাসীর হাতে করোনার ভ্যাকসিন এখনও এসে না পৌঁছোলেও রাজনীতির আঙ্গিনায় ইতিমধ্যেই সেই ভ্যাকসিনের প্রবেশ ঘটেছে। শাসকদলের নেতা মন্ত্রীদের কটাক্ষ করতে এখন ভ্যাকসিনের মৌখিক দাওয়াই দিতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। আজ দুর্গাপুরে মায়াবাজারে চায়ে পে চর্চার কর্মসূচীতে যোগ দিয়ে রাজ্যের সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন “অনুব্রত দিয়ে শুরু এরপর যে যে তৃণমূল নেতার এই ধরণের ভাইরাস রয়েছে তাদেরও টিকাদান কর্মসূচী নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।” তিনি বলেন “ইডি, সিবিআই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে। অনুব্রত মণ্ডলের মতো কয়েকশো ভাইরাস আছে তাদের উপর প্রয়োগ করা হবে। আর ছয় মাস অপেক্ষা করুন।” বহিরাগতদের দিয়ে বিজেপি একুশের নির্বাচনে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে, তৃণমূল নেতৃত্বের এই অভিযোগের উত্তরে এইদিন চায়ে পে চর্চাতে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বোস পাল্টা প্রশ্ন করেন,” পিকে কোন রাজ্যের বাসিন্দা? আমাদের সর্বভারতীয় দল। কেন্দ্রীয় নেতারা আসবেন। আমাদের রাজ্য নেতারাও ভিন রাজ্যে যান। তৃণমূলের ভোটের প্রচারে বাংলাদেশ থেকে চিত্র তারকা আসতে পারেন কিংবা জামাত, রোহিঙ্গারা তারা বহিরাগত নয় প্রধানমন্ত্রী এখানে বহিরাগত?” বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি মোতাবেক পাঁচ তৃণমূল সাংসদ বিজেপিতে যোগদান করবেন। এই প্রসঙ্গে এদিন সায়ন্তন বসু বলেন, “এই ব্যাপারে আমার কিছু জানা নেই।”