“লক্ষ্মীর ভান্ডার” এর মহিমা, তৃণমূলে যোগ ৫৩ জন বিজেপি মহিলা মোর্চার সদস্য
আমার কথা, পূর্ব বর্ধমান(ভাতার), ৩ ফেব্রুয়ারীঃ
লক্ষী ভান্ডার এর টাকার সুযোগ-সুবিধা পাচ্ছেন মহিলারা, আর সেই লক্ষী ভান্ডার এর ফলস্বরূপ ভাতার ব্লক বিজেপি মহিলা মোর্চার ৫২ জন মহিলাকে নিয়ে সহ-সভাপতি সুখী রানী রানা যোগদান করলেন তৃণমূল কংগ্রেস।
রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার এর হাত ধরে আজ বৃহস্পতিবার এনারা যোগ দিলেন তৃণমূলে।
সুখী রানী রানা জানান যে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শামিল হতে মূলত মহিলারা লক্ষী ভান্ডার টাকা পাচ্ছেন। আমাদের বিজেপির যে সমস্ত মহিলা ছিল তারাও এই সুযোগ-সুবিধা নিচ্ছিলেন ।তাই আজ আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
সান্তনু কোনার জানান যে, আমাদের বিধায়ক মান গোবিন্দ অধিকারী নির্দেশে এই যোগ দান কর্মসূচী অনুষ্ঠিত হলো এখানে ৫৩ জন মহিলা আজ যোগদান করলেন ।আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সমস্ত উন্নয়নের সামিল হবেন।