বেজে গেল ভোটের দামামা, এডিডিএতে জেলাশাসকের নির্বাচনী বৈঠক
আমার কথা, আসানসোল, ১নভেম্বর:
লোকসভা নির্বাচনের আগে বুধবার পশ্চিম বর্ধমান জেলার ভোটার তালিকা সংশোধনের স্বার্থে সংযুক্তিকরণ পরিবর্ধন ও পরিমার্জন করণে নির্বাচন পরিচালন আধিকারিকদের সাথে ও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এডিডিএর কনফারেন্স রুমে এক বৈঠক করেন জেলা শাসক এস পোন্নমবালম। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, এডিএম জেনারেল প্রশান্তরাজ শুক্লা, মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই বৈঠক সম্পর্কে জেলাশাসক বলেন, জেলার ভোটার তালিকার পরিমার্জন ও সংযোজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সারা বছরে মূলত চারবার ভোটার তালিকার পরিমার্জন করা হয়ে থাকে। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এটিই ভোটার তালিকার শেষ পরিমার্জন। মূলত বুধবার থেকেই বুথে বুথে ইআরসির তত্ত্বাবধানে বুথে বুথে এই কাজ শুরু হবে। পাশাপাশি নভেম্বর মাসের প্রতি শনি ও রবিবার জুড়ে স্পেশাল ক্যাম্পেনিংএর ব্যবস্থা চলবে সকাল ১১টা থেকে চারটে। তবে কালী পূজা, দীপাবলী ও ছট্ উপলক্ষ্যে ওই দিনগুলি স্পেশাল ক্যাম্পেনিং বন্ধ থাকবে। অন্যান্য দিনগুলিতে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৫ জানুয়ারি পরিমার্জিত ভোটালোকসভা নির্বাচনের আগে বুধবার পশ্চিম বর্ধমান জেলার ভোটার তালিকা সংশোধনের স্বার্থে সংযুক্তিকরণ পরিবর্ধন ও পরিমার্জন করণে নির্বাচন পরিচালনার করার আধিকারিকদের সাথে ও সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এডিডিএর কনফারেন্স রুমে এক বৈঠক করেন জেলা শাসক এস পন্নাভলাম। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, এডিএম জেনারেল প্রশান্তরাজ শুক্লা, মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই বৈঠক সম্পর্কে জেলাশাসক বলেন, জেলার ভোটার তালিকার পরিমার্জন ও সংযোজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সারা বছরে মূলত চারবার ভোটার তালিকার পরিমার্জন করা হয়ে থাকে। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে এটিই ভোটার তালিকার শেষ পরিমার্জন। মূলত বুধবার থেকেই বুথে বুথে ইআরসির তত্ত্বাবধানে বুথে বুথে এই কাজ শুরু হবে। পাশাপাশি নভেম্বর মাসের প্রতি শনি ও রবিবার জুড়ে স্পেশাল ক্যাম্পেনিংএর ব্যবস্থা চলবে সকাল ১১টা থেকে চারটে। তবে কালী পূজা দীপাবলী ও ছট্ উপলক্ষ্যে ওই দিনগুলি স্পেশাল ক্যাম্পেনিং বন্ধ থাকবে। অন্যান্য দিনগুলিতে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৫ জানুয়ারি পরিমার্জিত ভোটার তালিকা প্রকাশিত হবে।