ধানের ক্ষেতে দাপিয়ে পানাগড় সেনা ছাউনির জঙ্গলে ঢুকে পড়ল হাতি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ
একদিকে করোনা ভাইরাস নিয়ে মরনের ভয়ে আতঙ্কিত রাজ্য তথা দেশবাসী তখন তারই মাঝে আবার হাতির উৎপাতে আতঙ্ক ছড়ালো পানাগড়। আজ শনিবার সকালে আচমকাই পানাগড় সেনা ছাউনিতে ঢুকে পড়ে একটি হাতি। বাঁকুড়া জেলা থেকে দামোদর পেরিয়ে এদিন সকালে হাতিটি চলে আসে পানাগড়ে। বনদপ্তর সুত্রে জানা গেছে, হাতিটিকে পুনরায় বাঁকুড়ার জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে সেনা ছাউনি থাকায় তাতে একটু অসুবধার সম্মুখীন হতে হচ্ছে। বনদপ্তর ও সেনাবাহিনীর উভয়ের পক্ষ থেকে হাতিটির গতিবিধির উপর নজরদারি করা হচ্ছে বলে জানা গেছে। বনদপ্তর দুত্রে জানা গেছে, হাতিটি দলছুট হয়ে এদিকে চলে এলেও সেভাবে কোনো ক্ষয়ক্ষতি করেনি। শুধুমাত্র ধানের সামান্য ক্ষতি হয়েছে।
প্রসঙ্গতঃ এর আগেও ওই একইভাবে বাঁকুড়া থাকেন দামোদর পেরিয়ে একটি হাতি পানাগড়ের সেনা ছাউনি এলাকার জঙ্গলে চলে এসেছিল। সেখানে একটি কুয়োতে পড়ে যায় হাতিটি। এরপর ওই হাতিটিকে উদ্ধার করে বাঁকুড়ার জঙ্গলে নিয়ে গেলে হাতিটি মারা যায়। বনদপ্তর সুত্রে জানা গেচঝে, প্রতিবছর এই সময় বুদবুদ কাঁকসা এই সমস্ত এলাকায় দলমা জঙ্গল থেকে দলছুট হাতি ঢুকে পড়ে খাবারের সন্ধানে। এই হাতিটি সেরকমই কোনো দলের থেকে বেরিয়ে গেছে বলে অনুমান।