গরুপাচার কান্ডে অভিযুক্ত এনামুলকে দশ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ আদালতের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১০ফেব্রুয়ারীঃ
গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হককে বুধবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। অভিযুক্ত এনামুল হকের আইনজীবী সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করেন। অপরদিকে বিচারক পক্ষ এবং বিপক্ষে আইনজীবীদের শুনানি শোনার পর বিচারক এনামুলের জামিন নাকচ করেন সাথে দশদিনের জন্য অর্থাৎ আগামী কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে আদালতে আজকের শুনানিতে চার্জশিট পেশ করার কথা বলা হয়। কিন্তু চার্জশিটে ১৬৪ ধারার কথা বলা থাকলেও তার নিয়ম মানেনি সিবিআই। কারণ ১৬৪ ধারা ব্যবহার করা থাকলে অভিযুক্তর আইনজীবীকে জানাতে হবে, যা করা হয়নি।
এছাড়াও অভিযুক্তের পক্ষের আইনজীবী শেখর কুন্ডু, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজ আদালতে সরকারি আইনজীবী না থাকার কারণে আদালতের কাছে সময় চাওয়া হয়। তিনি আরও বলেন, সিডিতে অনেক কিছুই নেই, যা তাঁরা এতদিন বলে এসেছে। অন্যদিকে যাওয়ার পথে এনামুল হক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা চার্জশিট জমা দিয়েছে সিবিআই।