দুর্গাপুরের শতাব্দী প্রাচীন ভিড়িঙ্গী কালীমন্দিরে মায়ের নতুন বিগ্রহ প্রতিষ্ঠা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ডিসেম্বরঃ
দুর্গাপুরের শতাব্দী প্রাচীন ভিড়িঙ্গী কালীমন্দিরে রীতি ও নীতি মেনে প্রতিষ্ঠা করা হল মায়ের নতুন বিগ্রহ। এহেন ঘটনার সাক্ষী হতে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছিল। তবে করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা যায় এই মন্দিরে। সামাজিক দুরত্ব বজায় থাকে যাতে সেদিকেও নজরদারি চালানো হয়। মন্দিরে ছিল বেশ আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পরার মতো। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে আগত ভক্তরা যাতে প্রত্যেকেই মাস্ক পড়ে আসেন সেদিকেও ছিল কড়া নজরদারি। ভক্তদের হাতে দেওয়া হচ্ছিল স্যানিটাইজার।
প্রসঙ্গতঃ দুর্গাপুরের এই ভিড়িঙ্গী কালীমন্দির প্রায় ১৭০ বছরের পুরোনো। বহু সাধকেরা এখানে সাধনা করেছেন বলে কথিত আছে। সারা ভারতের বহু বিশিষ্ট ব্যাক্তিত্বরা এই মন্দিরে এসে মায়ের সামনে তাদের মাথা নুইয়েছেন। আজ অর্থাৎ রবিবার এই প্রাচীন মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান ছিল, আর এদিনই মায়ের নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হল, বিগ্রহে পড়ানো হয় স্বর্ণালঙ্কার।