“ক্ষমতায় না থাকলেও বামপন্থীরা মানুষের পাশে থাকে”- শতরূপ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৭ আগস্টঃ
ক্ষমতায় না থাকলেও বামপন্থীরা সর্বদা মানুষের পাশে থাকে। কোভিড সময় কালে রেট ভলেন্টিয়ার্সরা তা প্রমাণ করেছেন। অন্ডালের খান্দরায় একটি রক্তদান শিবিরে এসে একথা বললেন সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ।
শনিবার খান্দরা প্রতিবন্ধী কেন্দ্রের হল ঘরে প্রয়াত সোমনাথ সরকারের স্মরণে বাম যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই এর উদ্যোগে রক্তদান শিবির করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুব নেতা শতরূপ ঘোষ। সিপিআইএম পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তুফান মন্ডল সহ অন্য বাম নেতারা। শিবিরের আগে সংগঠনের পক্ষ থেকে খান্দরা কমিউনিটি হলে একটি সভা আয়োজিত হয়। সেখানে শতরূপ বলেন বামপন্থীদের কাছে ক্ষমতা বড় কথা নয়। সরকারে দল থাক বা না থাক বামপন্থীরা সর্বদা মানুষের পাশে থাকে। কোভিড সময়কালে রেট ভলেন্টিয়ার্সদের কাজের প্রশংসা করেন তিনি। সংগঠনের সদস্যরা সে সময় খাবার, ওষুধ, অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন প্রয়োজনীয় সবকিছু পৌঁছে দিয়েছে আক্রান্তদের ঘরে, নিজেদের জীবনের পরোয়া না করে। কে কি রাজনৈতিক দল করে সেটা বড় কথা নয়, অসময়ে মানুষের পাশে দাঁড়ানোটাই বামপন্থীদের কর্তব্য। ক্ষমতায় না থেকেও বামপন্থীরা সেই কাজ করে চলেছে বলে জানান শতরূপ বাবুম রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে মজুদ রক্তের আশি শতাংশ বামপন্থী বিভিন্ন সংগঠন গুলি রক্তদান শিবিরের মাধ্যমে সরবরাহ করে বলে দাবি করেন তিনি। রাজ্যের প্রতিটি জেলায় যুব সংগঠনের পক্ষ থেকে একটি করে ব্লাড ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান শতরূপ বাবু।