আগুনের গ্রাসে বাড়ির সর্বস্ব
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ডিসেম্বরঃ
বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো কাঁকসার পালপাড়া এলাকায়। সেখ লালন নামে এক ব্যাক্তির বাড়ি সোমবার সকালে আচমকাই আগুন লেগে যায়। প্রথমে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেখ লালনের বাড়ির সর্বস্ব পুড়ে যায়। তবে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। দমকল বিভাগের প্রাথমিক অনুমান সম্ভবতঃ উনুন থেকে আগুন লেগে এই ঘটনা ঘটেছে। তবে মূল কারন জানতে তদন্ত শুরু হয়েছে।