এ এক অন্য ধরনের পুজো, হর্ষবর্ধন কনিষ্ক বিধানপল্লীর পুজোর ব্যাতিক্রমী উদ্বোধন
আমার কথা, দুর্গাপুর, ২০অক্টোবর:
বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আপামোর বাঙ্গালী মেতে ওঠে আনন্দে। ছোট থেকে বড় সকলের কাছে এই পুজো এক আলাদা মাত্রা এনে দেয়। তবে বর্তমানে এই পুজো যত না আনন্দের, উৎসবের, তার থেকেও বেশি প্রতিযোগিতার। তাই কোন ক্লাব কমিটি বেশি টাকা খরচ করলো, কোন সার্বজনীন পুজোতে টলিউড কিংবা বলিউড তারকা বা হেভিওয়েট নেতা বা নেত্রীকে দিয়ে ফিতে কাটাতে পারে সেদিকেই থাকে বেশি গুরুত্ব। কিন্তু এরও যে ব্যাতিক্রম হয় তার এক অন্য নজির সৃষ্টি করলো দুর্গাপুরের হর্ষবর্ধন কনিষ্ক বিধানপল্লী দুর্গোৎসব কমিটির পুজো। দুর্গাপুরের হ্যাপি হোমের সাতজন বিশেষভাবে সক্ষম শিশুকে এনে এই পুজোর উদ্বোধন করানো হয় পুজোর কমিটির উদ্যোগে। মহাপঞ্চমীর দিনে এই সাতটি বিশেষভাবে সক্ষম শিশুরা ফিতে কেটে পুজোর উদ্বোধন করে। উদ্যোক্তাদের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন শিল্পাঞ্চলের বাসিন্দারা।