ব্যাতিক্রমী ছবি পান্ডবেশ্বরে, মিছিল থেকে পুলিশের উপর “পুষ্পবৃষ্টি”
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১২জুনঃ
নবী মহম্মদকে নিয়ে নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের রোষ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ব্যাতিক্রম নয় এই রাজ্যও। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে চলছে নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ। এদিকে এই জনরোষের ঢেউ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাজ্য পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আবার অনেক জায়গাতেই জনরোষের শিকার হতে হচ্ছে পুলিশকেও। কখনও কখনও ইটবৃষ্টিও করা হচ্ছে পুলিশকে। এরকম ছবি যখন দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়, সেখানে রবিবার এক উলটো ছবি দেখা গেল পান্ডবেশ্বর থানা এলাকায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এই থানার দান্য গ্রামের বাসিন্দাদের একটি প্রতিবাদ মিছিল বের হয় এদিন। দান্য ফুটবল ময়দান থেকে এদিন এই মিছিলটি বের হয়। কয়েক হাজার মানুষ এদিন এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পান্ডবেশ্বর পুলিশ ছিল সচেতন। এলাকার কোনোয় কোনায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। এলাকার মন্দিরগুলিতেও ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ নজরদারি চালানো হচ্ছিল। বিষয়টা এই পর্যন্তু ঠিকই ছিল। কিন্তু অবাক করা ঘটনা দেখা গেল যখন এই মিছিলটি থানার সামনে আসে। ওই প্রতিবাদ মিছিল থেকে থানার সামনে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। এরপর ওই মিছিলটি পুনরায় দান্য ফুটবল ময়দানে ফিরে যায়।
এই ঘটনায় আপ্লুত পুলিশকর্মীরা জানান, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের উপর ইটবৃষ্টি হচ্ছে সেখানে পান্ডবেশ্বরে পুলিশদের উপর ফুলবৃষ্টি সত্যি এক অন্য নজীর সৃষ্টি করল।