শ্রীরামপুরে আয়োজিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী ও মেলা
আমার কথা, অন্ডাল, ২৭ ফেব্রুয়ারী:
অন্ডাল গ্রাম পঞ্চায়েতের রক্ষাকালী মন্দির সংলগ্ন মাঠে মঙ্গলবার আয়োজিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী ও বিকাশ মেলা । এদিন মেলাটির উদ্বোধন করেন অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুমিতা কোড়া ও সহ-সভাপতি শ্যামাপ্রসাদ ভট্টাচার্য । ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন কো মেন্টর কাঞ্চন মিত্র সহ অন্যরা । অন্ডাল ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আয়োজিত একদিনের এই মেলাতে ছিল দশটি স্টল । উন্নত প্রজাতির হাঁস, পায়রা, মুরগি প্রদর্শনীর পাশাপাশি ছিল আঁকা প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান । এছাড়াও প্রাণী ও পশু পালনের সঠিক পদ্ধতি নিয়ে হয় সেমিনার । সেমিনারে পশু পালনের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেন অন্ডাল ব্লকের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সুকান্ত রায় । শ্রীরামপুর ও রামপ্রসাদপুর পঞ্চায়েতের তিন জন করে মোট ছ’জনকে এদিন পশু পালনের জন্য পুরস্কৃত করা হয় ।