লোকসভা নির্বাচনে কটা আসন পাবে বিজেপি, ইন্ডিয়ার ঝুলিতেই বা কত, জনমত সমীক্ষা কি বলছে?
আমার কথা, বিশেষ প্রতিবেদন, ২ মার্চ:
হাতে আর মাত্র কয়েকদিন বাকি। দোরগোড়ায় কড়া নাড়ছে ১৮তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে। প্রতিটি দলই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একইসঙ্গে ওলি-গলিতে পাল্লা দিয়ে চলছে জল্পনা। কতগুলি আসনে জিতবে বিজেপি? ক’টা ভোট পড়বে কংগ্রেসের ঝুলিতে? এই নিয়ে তরজা তুঙ্গে।
তার মাঝেই একাধিক জনমত সমীক্ষা প্রকাশ্যে আসছে।জি নিউজ এং ম্যাট্রিজের ওপিনিয়ন পোল প্রকাশ করেছে চমকপ্রদ তথ্য। গত ৫ ফেব্রুয়ারি থেরে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ১ লাখ ৬৭ হাজার ৮৪৩ জনের সঙ্গে এই সার্ভে করা হয়েছে। ৫৪৩ আসনের লোকসভা নির্বাচন নিয়ে নানা খুঁটিনাটি প্রশ্ন করা হয় সকলে। জবাবে মেসে তাত্পর্যপূর্ণ উত্তর। এই তালিকায় ছিলেন ৮৭ হাজার পুরুষ এবং ৫৪ হাজার মহিলা ভোটার। তার মধ্যে ২৭ হাজার প্রথমবার ভোটদান করবেন আসন্ন লোকসভায়। ২ শতাংশ মার্জিন অফ এররের ভিত্তিতে এই সার্ভের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে অবশ্যই উল্লেখ্য, এটি সার্ভে রিপোর্টের সঙ্গে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের মিল নাও থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই রেজল্ট অন্যরকম হতে পারে। এটি একটি আভাস মাত্র।
লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিজেপি-কে ৩৭০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। এই সার্ভে অনুযায়ী, মোদীর সুনামি দেখা যাবে ২০২৪-এর নির্বাচনে। তবে বিজেপি একলা ৩৭০ আসন দখল করতে পারবে না। এনডিএ জোটের ভাগে আসতে পারে ৩৭৭ আসন। অন্যদিকে, ইন্ডিয়া জোট পেতে পারে ৯৪টি আসন। অন্যরা পেতে পারে ৭২টি আসন।ছত্তিশগড়- জনমত সমীক্ষা বলছে ছত্তিশগড়ে ক্লিন স্যুইপ করবে বিজেপি। ১১টি আসনেই জয়ী হবেন গেরুয়া প্রার্থীরা।
উত্তর প্রদেশ- এ রাজ্যে ফের কাজ করবে মোদী ম্যাজিক। এ রাজ্যের ৮০টি আসনের মধ্যে বিজেপিনেতৃত্বাধীন জোট পেতে পারে ৭৮টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ২টি আসন।
ঝাড়খণ্ড- বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জোট এই রাজ্যে ১৩টি আসনে জয় পেতে পারে। ইন্ডিয়ার ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন।
পঞ্জাব- জি নিউজ-ম্যাট্রিজ ওপিনিয়ন পোলের রিপোর্ট অনুযায়ী, আম আদমি পার্টি এ রাজ্যে পেতে পারে পাঁচটি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩টি আসন। বিজেপি তিনটি এবং অন্যরা পেতে পারে ২টি আসন।
বিহার- এনডিএ জোট পেতে পারে ৩৭টি আসন। ইন্ডিয়া জিততে পারে কেবলমাত্র তিনটি।
রাজস্থান- জি নিউজ এবং ম্যাট্রিজের রিপোর্ট অনুযায়ী, রাজস্থানের ২৫টি আসনেই জিততে পারে গেরুয়া প্রার্থীরা।
মধ্য প্রদেশ- ২৮টি আসনেই জয় পেতে পারে বিজেপি
উত্তরাখণ্ড- পাঁচটি আসনেই জয় পেতে পারে NDA
জম্মু ও কাশ্মীর- এনডিএ পেতে পারে ২টি আসন। ভূস্বর্গে ইন্ডিয়া পেতে পারে ৩টি আসন।
ওডিশা- বিজেপি ১১টি আসন পেতে পারে। শাসকদল বিজেপি পেতে পারে ৯টি আসন।
গুজরাট- প্রতিটি আসনেই কাজ করতে পারে মোদী ম্যাজিক। ২৬টি আসনেই জয় পেতে পারে বিজেপি।
হরিয়ানা- ইন্ডিয়া জোট পেতে পারে ১টি মাত্র আসন। এনডিএ পেতে পারে ৯টি আসন।
দিল্লি- দিল্লির প্রতিটি আসনেই জিততে পারে এনডিএ।
হিমাচল প্রদেশ- এনডিএ তিনটি আসনে জিততে পারে। ইন্ডিয়ার ঝুলিতে যেতে পারে ১টি মাত্র আসন।
মহারাষ্ট্র- ৪৮টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ৪৫টি আসন। ইন্ডিয়া জিততে পারে ৩টি আসন।
পশ্চিমবঙ্গ- জি নিউজ অ্যান্ড ম্যাট্রিজের সার্ভে বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপি পেতে পারে ১৭টি আসন। কংগ্রেস এবং বামেদের ঝুলিতে আসতে পারে ১টি আসন।
লাদাখ, চণ্ডীগড়, গোয়া, দাদরা ও নগর হাভেলি, আন্দামানের আসন জিততে পারে এনডিএ, ইন্ডিয়া জিততে পারে লাক্ষাদ্বীপ।
উত্তর পূর্ব ভারত- ১০টি আসন পেতে পারে এনডিএ। ইন্ডিয়া জিততে পারে মাত্র ১টি আসন।
তামিলনাড়ু- এনডিএ ১টি এবং কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পেতে পারে ৩৬টি আসন।
কেরালা- ২০টি আসনেই জয় পাবে বিরোধীরা। খাতা খুলতে পারবে না এনডিএ।