দুর্গাপুরে ‘দুয়ারে সরকার’ শিবিরে চরম বিশৃঙ্খলা, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪জানুয়ারীঃ
‘দুয়ারে সরকার’ কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী হল দুর্গাপুরে। সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে মৃদু লাঠিচার্জেরও অভিযোগ উঠছে। প্রশাসনের গাফলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় আগত সাধারন মানুষজন।
দুর্গাপুরের সিটি সেন্টারের সিধো কানহু স্টেডিয়ামে আজ সোমবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরকে কেন্দ্র করে চরম অবয়বস্থার অভিযোগ তুলছেন আগত সাধারন মানুষজন। সিটিসেন্টারের বাসিন্দা বীনা রায়ের অভিযোগ, তিনি ভোর চারটে থেকে এসে লাইন দিয়েছিলেন। তার মতো এরকম আরো অনেকেই ভোর থেকে লাইন দিয়েছিলেন। কিন্তু অত্যধিক ভিড়ের চাপে তৈরী হয় বিশৃঙ্খলা। ভিড় সামাল দিতে মাঝে মাঝেই বেলাইন হয়ে যাচ্ছিলেন অনেকেই। নিজস্ব লাইন থেকে অনেকেই পিছিয়ে পড়ছিলেন। প্রথমে মহিলা পুরুষ একসাথে লাইন দিলেও পরে লাইন আলাদা করে দেওয়া হয়।
এদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাজেহাল পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠছে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “এটা সম্পূর্ন ভিত্তিহীন অভিযোগ। কোনো লাথিচার্জের ঘঠনা ঘটেনি। পুলিশ বরং কাজের সুবিধার্থে লাইন ঠিক করে সাধারন মানুষকে এই সুবিধা পেতে সাহায্য করেছে।”