অন্ডালে উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন না দেওয়ায় চরম বিশৃঙখলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১২ নভেম্বরঃ
ভ্যাকসিন না দেওয়ায় ছড়ালো বিশৃঙ্খলা। শুক্রবার ঘটনাটি ঘটে অন্ডালের মদনপুর পঞ্চায়েতের বাসকা উপস্বাস্থ্য কেন্দ্রে। শনিবার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুর পঞ্চায়েতের বাসকা উপ-স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার ভ্যাকসিন দেওয়া হবে এই খবরে সকাল থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এগারোটা নাগাদ স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে এসে জানান আজ করোনার ভ্যাকসিন দেওয়া হবে না। এরপরই উত্তেজনা ছড়ায় স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। তৈরি হয় বিশৃঙ্খলা। স্বাস্থ্যকর্মীদের সাথে বচসা বেধে যায় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সুদীপ্ত বিশ্বাস। তাঁর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। স্বাস্থ্যকর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের। যদিও অভিযোগ অস্বীকার করেন স্বাস্থ্যকর্মীরা।
ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচও পরিতোষ সোরেন জানান আজ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের টিকা করন দেওয়া হচ্ছে। করোনার টিকা নয়, ভুল বোঝাবুঝিতেই এরকম পরিস্থিতি বলে জানান তিনি।
বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন শনিবার করোনার টিকা দেওয়া হবে। আজ যারা টিকা নিতে এসেছিল তাদের নাম নথিভুক্ত করা হয়েছে।