নন কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির
আমার কথা, দুর্গাপুর, ২৪ নভেম্বরঃ
সংবাদদাতাঃ প্রণয় রায়
চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে?
দুর্গাপুরে দৃষ্টিহীন মানুষের সংখ্যা খুব একটা বেশী না হলেও চোখের রোগের সংক্রমণে ভোগা রোগীর সংখ্যা কিন্তু অনেক। চোখ লাল হওয়া,পিচুটি কাটা, চোখ দিয়ে জল পড়া, নানা রকম সংক্রমণে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি সমস্যা ছাড়াও ও গ্লোকুমা রোগীর সংখ্যা এই শিল্প শহরে প্রচুর বললেন নন্ কেম্পানী রিক্রিয়েশন ক্লাব আয়োজিত বিনা ব্যয়ে এক চক্ষু পরীক্ষা শিবিরে প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়াংশা চ্যাটার্জি।
এ চক্ষু পরীক্ষা শিবিরে সিটি সেন্টার এলাকার পঞ্চাশ জনের ও বেশী পুরুষ, মহিলা ও শিশুরা তাদের চোখ পরীক্ষা করান।
ক্লাবের পক্ষ থেকে শিবাজী ঘোষ, বিশ্বজিত দেবনাথ,
সঞ্জয় মন্ডল জানান নন্ কেম্পানী রিক্রিয়েশন ক্লাব শিশুদের ফুটবল কোচিং ছাড়াও সারা বছর ধরে এই ধরণের সমাজ কল্যান মূলক কাজে ব্রতী থাকে।