মুখোমুখি “জয় শ্রীরাম” “জয় বাংলা” শ্লোগান, আসানসোলে চরম উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৬ এপ্রিলঃ
একদিকে চলছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচণের গণনা আর ক্রমশ বাড়ছে তৃণমূল প্রার্থীর সাথে বিরোধী প্রার্থীদের ভোটের ব্যবধান। একদিকে ঘাসফুল শিবিরের কর্মীদের মধ্যে উচ্ছাস তেমনি অন্যদিকে বিরোধী শিবিরগুলিতে থমথমে পরিবেশ। এরকম যখন আবহাওয়া আসানসোলে ঠিক তখনই গণনাকেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার পলের গাড়ি বেরনোর সময় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দু দলের সর্মথকরা কাছাকাছি চলে আসায় শ্লোগান দিতে থাকে।সে সময় তুমুল উত্তেজনা শুরু হয়। একদিকে “জয় বাংলা” , অপরদিকে “জয় শ্রীরাম” শ্লোগান দিতে শুরু করে কর্মী সমর্থকরা। তবে কিছু সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি সামলে অগ্নিমিত্রার গাড়ি বেরনোর ব্যবস্থা করে দেয়।