রাতের অন্ধকারে বন্ধ হল কারখানা, কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ
আমার কথা, অন্ডাল, ৫ আগস্ট:
মালিকপক্ষের দ্বন্দ্বে রাতারাতি বন্ধ হয়ে গেল কারখানার গেট। বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে কারখানা গেটে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। ঘটনাটি কাজোড়ার চিতাডাঙ্গা এলাকার।
অন্ডালের কাজোড়া সংলগ্ন চিতাডাঙ্গা এলাকায় রবিবার বন্ধ হয়ে যায় একটি চারকোল কারখানা। আচমকা কারখানা বন্ধ হয়ে যায় কর্মহীন হয়ে পড়েন ৭০ জন শ্রমিক। সোমবার কারখানার গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। বিক্ষোভকারী শ্রমিকদের পক্ষে রবিন বাউরী জানান কারখানায় চারকোল উৎপাদন হতো। কাজ করত পুরুষ মহিলা মিলে ৭০ জন শ্রমিক। রবিবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখান ফ্যাক্টরির গেটে তালা বন্ধ। তারপরই শ্রমিকরা জানতে পারে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের দেড় মাসের বেতন বকেয়া রয়েছে বলে জানান রবিন বাবু। আচমকা কোন কিছু না জানিয়েই মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে কর্মহীন শ্রমিকেরা। সোমবার কারখানা গেটে জড়ো হয়ে বকেয়া বেতন মেটানো ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ দেখান তারা। মালিকপক্ষের নিজেদের দ্বন্দ্বের কারণে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান শ্রমিকদের একাংশ। বিক্ষোভ শেষে শ্রমিকরা যাই অন্ডাল থানাতে । কারখানা যাতে খুলে, বকেয়া বেতন যাতে শ্রমিকরা পায় সে ব্যাপারে মধ্যস্থতা করার জন্য পুলিশের কাছে আর্জি জানান তারা।
ঘটনা সূত্রে জানা গেছে কারখানাটির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনজন মালিক। টাকা পয়সা নিয়ে ফেব্রুয়ারি মাস থেকে তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। তিনজন মালিকের অন্যতম রামাধর সিং জানান অন্য দু’জন পার্টনার প্রায় ৯০ লাখ টাকার নয় ছয় করে ফেব্রুয়ারি মাস থেকে ফ্যাক্টরিতে আসা বন্ধ করে দিয়েছে। ফ্যাক্টরিটির উপর আর্থিক দেনাও রয়েছে প্রচুর। সেই কারণে ফ্যাক্টরি চালানো আর সম্ভব নয় বলে জানান আর রামাধর বাবু।