ধরা পড়লো ভুয়ো সিভিক ভলান্টিয়ার
আমার কথা, অন্ডাল, ৪ জুনঃ
মঙ্গলবার অন্ডাল পুলিশের হাতে ধরা পড়ল এক ভুয়ো সিভিক ভলেন্টিয়ার। ধৃতের নাম অরিন্দম চক্রবর্তী। মঙ্গলবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।
বেশ কিছুদিন ধরেই সিভিক ভলেন্টিয়ার্স এর পরিচয় দিয়ে এলাকায় অনৈতিক কাজ করতো অরিন্দম চক্রবর্তী নামে এক যুবক। ওই যুবকের বাড়ি মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকায়। বর্তমানে সে থাকে কাজোরা সংলগ্ন চকরামবাটিতে। অরিন্দম এলাকায় সিভিক ভলেন্টিয়ার্স এর পরিচয় দিয়ে বাইক লরি থেকে টাকা তোলা সহ এলাকায় বিভিন্ন অনৈতিক কাজ করছে বলে বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিল পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশের ফাঁদে ধরা পড়ে অরিন্দম। জাতীয় সড়কের চকরামবাটি সংলগ্ন ফ্লাইওভারের নিচে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃতকে চার দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কোর্টে যাওয়ার পথে অরিন্দম স্বীকার করে সে সিভিক ভলেন্টিয়ার্স এর পরিচয় দিত সকলকে। প্রতারক অরিন্দমের সঙ্গে এই কাজে আর কেউ জড়িত রয়েছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ করে তা জানা যাবে বলে জানাই পুলিশ।