দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত বাচিক শিল্পীর
আমার কথা, দুর্গাপুর, ৮ জুনঃ
ফের দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক স্থায়ী কর্মীর। মৃতের নাম অমিত চ্যাটার্জি(৫৫)। তিনি র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট(RMHP)(অপারেশন) বিভাগে কর্মরত ছিলেন। কারখানার ভিতর কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় অমিতবাবুর।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন অমিতবাবু। শনিবার ভোরে ওল্ড সাইটের ৩নং ট্রিপলারে কাজ করার সময় কোনো ভাবে ওয়াগনের নিচে পড়ে যান তিনি। গুরুতর চোট পান অমিতবাবু। তড়িঘড়ি তাঁকে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।
প্রসঙ্গতঃ অমিত চ্যাটার্জি দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোনের বাসিন্দা ছিলেন, বর্তমানে বিধাননগরে বসবাস করছিলেন। পরিবারে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। একজন বিখ্যাত বাচিক শিল্পী ছিলেন। দুর্গাপুরে দীর্ঘদিন তিনি সংস্কৃতি জগতের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। নানা অনুষ্ঠানে দক্ষতার সাথে সঞ্চালনা করেছেন। অমিতবাবুর মৃত্যুতে একদিকে যেমন ইস্পাত কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে, তেমনি দুর্গাপুরের শিল্পী সংস্কৃতি মহলে গভীরভাবে শোকাছন্ন হয়ে পড়েছে।