কাঁকসায় গামছা পরে ক্ষেতে হাল ধরলেন “কৃষক বন্ধু” মন্ত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯ আগস্টঃ
মন্ত্রীকেই দেখা গেল নিজের বিধানসভা এলাকায় গামছা পরে কৃষকের বেশে স্থায়ীয় কৃষকদের সঙ্গে মাঠে হাল দিতে। এদিন এমনই চিত্র ধরা পড়ল কাঁকসা ব্লকের রূপগঞ্জ গ্রামে। কৃষকদের মতো রীতিমতো গামছা বেঁধে ধানের ক্ষেতে নেমে হাল দিতে দেখা যায় সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারকে। তিনি সাধারণ কৃষক পরিবারের ছেলে এবং মাটির মানুষ। তাই মন্ত্রী হলেও তিনি যে তার এলাকার শহর রাজ্যের সাধারণ মানুষের সাথেই আছেন এদিন জমিতে হাল দিয়ে সেই বার্তাই দিলেন রাজ্যের নব দায়িত্ব পাওয়া “কৃষক বন্ধু” মন্ত্রী।