বাবা দাদা সিপিএম করেন, বোনের টেলারিংয়ের দোকান পুড়িয়ে দিলো দুষ্কৃতিরা
আমার কথা, দুর্গাপুর, ৫ জুনঃ
নির্বাচনী ফলাফল প্রকাশ হতে না হতেই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হলেন বামেরা । দুর্গাপুরের বি-জোনের আইনস্টাইন রোডে সিপিএমের এক পোলিং এজেন্টের উপর হামলা হয়। ভাঙচুর করা হয় তার গাড়িতে। এই ঘটনার রেশ কাটার আগেই ফের শাসকদলের বিরুদ্ধে উঠল সন্ত্রাসের অভিযোগ। এবারের ঘটনাস্থল দুর্গাপুর ইস্পাত নগরীর ২নং ওয়ার্ডের অন্তর্গত মহুয়াবাগান এলাকায়। এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার বাসিন্দা মহম্মদ ফিরোজ এর বোনের দোকান। এবারের নির্বাচনে মহম্মদ আলী শেখ সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন, মহুয়া বাগান শিশু শিক্ষা কেন্দ্রে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন মহম্মদ ফিরোজ এবং তার বাবা মোহাম্মদ আলী শেখ। ব্যস এটাই ছিল তার অপরাধ। মহুয়া বাগানে থাকা টেলারিং এর দোকান রয়েছে যেটি ওই সিপিআইএম নেতার মেয়ে ফিরোজা খাতুন চালান। মহম্মদ ফিরোজ জানান ভোটের রেজাল্টের দিন রাত দুটো নাগাদ পুলিস এসে তাদের জানান যে তাদের টেলারিঙ্গের দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে দোকানে। পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের যাবতীয় জিনিসপত্র। এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টেলারিং এর দোকান করেছিলেন এই সিপিআইএম নেতার মেয়ে ফিরোজা খাতুন, এখন সব আগুনে পুড়ে যাওয়ায় খাবেন কি তা ভেবে কান্নায় ভেঙে পড়লেন তিনি। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোন এলাকার দুই প্রান্ত।
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলার সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, এই কাজের সাথে তৃণমূল কোনভাবেই জড়িত নয়। এটা ওদের আভ্যন্তরিত গন্ডোগলের ফল। আগুন নিয়ে তৃণমূল খেলে না।
তবে ভোট পরবর্তী প্রতি হিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত বিরোধী শিবির শুধু নয় সাধারণ অসহায় মানুষও। কিভাবে লাগলো এই আগুন আর কারাই বা লাগালো আগুন তার তদন্তে নেমেছে পুলিশ।