দুই ছেলেকে নিয়ে দামোদরে তলিয়ে গেলেন বাবা, উদ্ধার এক সন্তান
আমার কথা, আসানসোল, ৩ সেপ্টেম্বর:
দামোদর নদীর ডিসেরগড় ঘাটে তলিয়ে গেল বাবা ও দুই পুত্র। এক পুত্রকে উদ্ধার করা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও সিভিল ডিফেন্স।
ঘটনার সম্বন্ধে জানা যায় যে একই পরিবারের পাঁচজন কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার সাকতড়িয়া ফাঁড়ি অন্তর্গত ডিসেরগড় মাজার শরীফে এসেছিলেন।
মঙ্গলবার সন্ধ্যাবেলা দামোদর নদীর ডিসেরগড় ঘাটে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান একই পরিবারের তিনজন
বাবা ও দুই ছেলে। তবে স্থানীয়রা এক শিশুকে
নদীতে ঝাঁপ দিয়ে কোনরকমে বাঁচিয়ে তুলতে সক্ষম হন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার সাঁকাতোড়িয়া ফাঁড়ি পুলিশ। স্থানীয় ও পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় এক ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দুইজনের তল্লাশির জন্য সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলার দলকে ডাকা হয়। রাত বেড়ে যাওয়ার কারণে এবং নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বাকি দুজনার তল্লাশি আপাতত বন্ধ রাখা হয়।
জানা যায় কলকাতার ইকবালপুর থানার ১৯বি হোসেন শাহ রোডের বাসিন্দা নাসিমা বেগম তার স্বামী মহ: ফিরোজ (৪৫), বড় ছেলে মহ: আসিফ (২৪), মেজো ছেলে মহ: তৌসিফ (২০) এবং ছোট ছেলেকে নিয়ে ডিসেরগড় মাজার শরীফে আসেন। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখনো বাবা ও এক ছেলেকে উদ্ধার করা যায়নি।