সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ! আট মাসের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার বাবা
আমার কথা, অন্ডাল, ২৯ নভেম্বর:
নিজের আট মাসের শিশু পুত্রকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । সন্দেহের বসেই খুন বলে অনুমান পরিবারের। ঘাতক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রবাদ আছে “কু-সন্তান যদি বা হয়, কু-মাতা কু-পিতা কভু নাহি হয়”- কিন্তু সব ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি সত্য নয়। এর ব্যতিক্রমও আছে, যেমন অজয় ভূঁইয়া। নিজের আট মাসের শিশু পুত্রকে খুন করার অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্ডাল থানার বহুলা মতি বাজার নিউ কোয়ার্টার এলাকায় ঘটনা। এদিন সকালে আট মাসের শিশু পুত্রকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয় অজয়। কিছুটা দূরে একটি পরিত্যক্ত কয়লা খনির সামনে তাকে দেখতে পায় তার মা। শিশু পুত্রটি কথা জিজ্ঞেস করলে অজয় মাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েকজন স্থানীয় ওই জায়গায় ছিল। ওই মহিলার সাথে স্থানীয়রা শিশু পুত্রটির খোঁজ শুরু করে। পরিত্যক্ত খনির ঝোপের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে তারা উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। অজয়ই শিশুটিকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। পুলিশ অজয়কে আটক করে থানাতে নিয়ে যায়।
কিন্তু কেন ঘটলো এই নিশংস ঘটনা ! নিজের শিশু পুত্রকে কেন খুন করল অজয়? ঘটনা সূত্রে জানা যায় বিয়ের পর থেকেই অজয় তার স্ত্রী মমতাকে সন্দেহ করতো। শিশু পুত্রটির জন্মের পর স্ত্রীর প্রতি অজয়ের সন্দেহ আরও বেড়ে যায়। শিশুটির পিতৃত্ব নিয়েও তার মনে সন্দেহ আরও গভীর হয়। এই নিয়ে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত লেগে থাকত কলহ। কিছুদিন আগে শিশু পুত্রকে সাথে নিয়ে অজয়ের বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায় মমতা। সম্প্রতি স্বামীর ডাকে সাড়া দিয়ে শ্বশুরবাড়িতে ফিরেও আসে সে। কিন্তু অজয়ের মন থেকে স্ত্রী ও তার শিশু পুত্রের পিতৃ পরিচয় নিয়ে সন্দেহের কোন হেরফের হয়নি। আজ বুধবার শিশুটিকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাকে মেরে পরিত্যক্ত খাদানের কাছে ফেলে চলে যায় সে বলে অভিযোগ। সন্দেহের বসেই এই খুন বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। আটক করা হয় অজয় ভূঁইয়াকে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে, পোস্টমর্টেম এর রিপোর্ট হাতে এলেই শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানাই পুলিশ। এক রতি শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।