সাত সকালে দুর্গাপুরে বোমাতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪নভেম্বরঃ
ঘটনাবহুল দিন কাটছে শিল্পনাচল দুর্গাপুরের বাসিন্দাদের। প্রতিটি দিন কাতছে উতকন্টায়। ব্যারেজের লকগেট ভেঙ্গে জলের জন্য হাহাকার চলছে দিন পাঁচেক ধরে শহরে। এরই মধ্যে নিত্য নতুন ঘটনা ঘতেই চলেছে দুর্গাপুরে। ব্যারেজ মেরামতির কাজ এখনও সেভাবে শুরু করতে পারা যায়ই, তা জলের সমস্যা কবে মিতবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শিল্পাঞ্চলবাসী, তারই মধ্যগতকাল অর্থাৎ মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কারখানার বিস্ফোরনে মারা গেলেন বছর ছাব্বিশের এক ঠিকা শ্রমিক সাথে গুরুতর জখম এক নিরাপত্তারক্ষী হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিভাবে এই বিস্ফোরন হল তার কিনারা হওয়ার আগেই ফের রাত পেরোতে না পেরোতে দুর্গাপুরের কমলপুরে বোমাতঙ্ক দেখা দিলো বুধবার সাত সকালে। এদিন সকালে কমলপুরের আদিবাসী মোহান্তবাগানে ভোরের বেলায় জঙ্গল পরিশকার করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা দেখতে পান একটি প্লাস্টিকের মধ্যে তিনটি সুতলী পাকানো কিছু পড়ে রয়েছে যা দেখতে হুবহু সুতলী বোমার মতো। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। খবর যায় পুলিশের কাছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওগুলো উদ্ধার করে জলে ডুবিয়ে নিস্ক্রিয় করে। এগুলো আদপে বোমা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।