দুর্গাপুরে শিশু অপহরণে আতঙ্ক, নেপথ্যে পাচার চক্র নাকি শত্রুতা?
আমার কথা, দুর্গাপুর, ১৭ জুনঃ
নিজের দিদিদের সামনে থেকে বছর দুয়েকের বোনকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তিলক রোড এলাকায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
তিলক বস্তির বাসিন্দা ধর্মেন্দ্র সাউ জানান, তাঁর তিন মেয়ে। সোনিয়া, সুকিয়া ও ছোট মেয়ে সুমিত্রা(২)। বাবা ধর্মেন্দ্র রাজমিস্ত্রির অধীনে জোগাড়ির কাজ করেন। মা চায়না পরিচারিকার কাজ করেন। সুমিত্রার বাবা জানান, রবিবার রাতে তিলকের মাঠে দুই দিদির সাথে খেলছিল সুমিত্রা। রাত ৯টা ৩০ নাগাদ বাইকে করে একটি ছেলে ও একটি মেয়ে এসে সুমিত্রার দিদিদের বলে তাদের বোনকে বাইকে করে একটু ঘোড়াবে। এরপর মাঠের মধ্যে বাইকে করে এক পাক ঘুরিয়েই মাঠ ছেড়ে সুমিত্রাকে নিয়ে চম্পট দেয় ওই দুই বাইক আরোহী। মাঠে সুমিত্রার দিদিরা সহ অন্যান্য যারা ছিল তাঁরা পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি।
এরপর পুলিশকে খবর দেওয়া হয়, থানায় মিসিং ডায়েরী করা হয়। ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জেনে তদন্তে নামে। এদিকে, ওই এক রত্তি মেয়ের অপহরণের ঘটনায় একদিকে যেমন শোকে বিহ্বল হয়ে রয়েছে সুমিত্রার পরিবার তেমনি আতঙ্ক গ্রাস করে বসেছে এলাকার বাসিন্দাদের। এদিকে অপহরণের পর কেটে গিয়েছে প্রায় ১৪ ঘন্টা। এখনও কোনো খোঁজ মেলেনি সুমিত্রার।
প্রশ্ন উঠছে এই অপহরণের পেছনে কি কারণ থাকতে পারে। সুমিত্রার পরিবারের আর্থিক অবস্থা দেখে মনে হচ্ছে না এই অপহরণ কোনো মুক্তিপণের জন্য করা হয়েছে। তাহলে কি এই অপহরণের পেছনে কোনো পাচার চক্র বা পারিবারিক শত্রুতা কাজ করছে? পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।