হস্টেলে ভূতের আতঙ্ক, অভিযোগে দুর্গাপুরে নার্সিং ছাত্রীদের বিক্ষোভ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ আগস্টঃ
ভূতের আতঙ্ক নার্সিং হোস্টেলের ভেতর আর তাই হস্টেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ হোস্টেলের সামনে।
সোমবার দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিবাবকরা।
জানা গিয়েছে, এই হোস্টেলে প্রায় একশো জনের মত নার্সিং কলেজের পড়ুয়া রয়েছেন। কিন্তু গত ছয় সাত দিন ধরে হোস্টেলের তিন, চার তলায় রাতের দিকে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে বলে অভিযোগ ছাত্রীদের। ঘটনাটি হয় ভৌতিক নয়ত কেউ বা কারা ইচ্ছাকৃত করছে বলে ছাত্রীদের অভিযোগ। তাদের আরো অভিযোগ বিষয়টি নিয়ে হোস্টেল কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ নি। তাই আজ ছাত্রীরা তাদের অভিভাবকদের ডেকে হোস্টেলের সামনে বসে পরে এই হোস্টেল অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। তাদের আরো অভিযোগ কর্তৃপক্ষ তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার বদলে উল্টে ছাত্রীদের দোষারোপ করে বলছেন, সামনেই সেমিস্টার পরীক্ষা যা অফ লাইনে হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। সেই কারনেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে ছাত্রীরা বলে এই ধরনের অভিযোগ তুলে সমস্যা তৈরি করছে।
এদিকে ভবন কর্তৃপক্ষের তরফে শিউলি মুখার্জীর বক্তব্য, ভৌতিক অভিযোগটি ভিত্তিহীন। আমাদের যত স্টাফ আছেন প্রত্যেকে খুঁজে দেখার চেষ্টা করেছেন,তারা কিছুই পাননি। তবে ছাত্রীরা যদি বাড়ি যেতে চায় তো যেতে পারে, তবে ৯ তারিখে অফলাইন পরীক্ষা হবে। অপরদিকে নার্সিং কলেজের পক্ষ থেকে মুখ খুলতে চায়নি।