৩২২তম খালসা স্থাপনা দিবসে পানাগড়ের গুরুদুয়ারায় উৎসব
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৩এপ্রিলঃ
৩২২তম খালসা স্থাপনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পানাগড়ের গুরুদুয়ারে সকাল থেকেই চলছে ধর্মীয় অনুষ্ঠান।
সাজিয়ে তোলা হয়েছে গোটা গুরুদুয়ার চত্বর।
গুরুদুয়ার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শিখ ধর্মের মানুষদের পাশাপাশি আজকের দিনে পানাগড়ের বিভিন্ন এলাকা থেকে সব ধর্মের মানুষেরা গুরুদুয়ারে ভিড় জমিয়েছেন।
ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গুরুদুয়ার কমিটির পক্ষ থেকে।
এছাড়াও আজকের দিনে সর্ব ধর্মের মানুষের পঙতি ভোজনের জন্য বিশেষ লঙ্গরখানা খোলা হয়েছে।