মৃত বাম কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য ডিএসপির ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৭ফেব্রুয়ারীঃ
গত ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে পুলিশের মারে বাম যুব কর্মী মইদুল আলী মিদ্দার মৃত্যু হয় বলে অভিযোগ করা হচ্ছে বামেদের পক্ষ থেকে। আর এই ঘটনাকে ঘিরে সারা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে যার আঁচ পড়েছে রাজ্যের সর্বত্র। ১২ ফেব্রুয়ারী বামেদের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ১২ ঘন্টার বাংলা বনধেরও ডাক দিয়েছিল। শুধু তাই নয়, সেই ঘটনার পর থেকে প্রতিবাদের নানা কর্মসূচী নেওয়া হচ্ছে বামেদের পক্ষ থেকে।
অন্যদিকে মৃত্যু বাম কর্মী পেশায় অটো চালক মইদুল আলী মিদ্দার মৃত্যুতে এখন বেশ আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়েছে তাঁর পরিবারকে। তাই মৃত মইদুল আলী মিদ্দার পরিবারের বিষয়টি মাথায় রেখে দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনাইটেড কনট্রাকটর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে মৃত ওই বাম যুব কর্মীর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির কাছে পাঠানো হয়েছে।