বিহারে আর্থিক প্রতারণা, দুর্গাপুরে শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা
আমার কথা, দুর্গাপুর, ২৪ মেঃ
অনলাইনে লক্ষ লক্ষ টাকা প্রতারণা তারপর পুলিশের হাত থেকে বাঁচতে শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়ে থাকলেও শেষ রক্ষা হল না। অবশেষে শ্রীঘরে ঠাঁই হল প্রতারকের। দুর্গাপুর থেকে ওই প্রতারককে গ্রেফতার করে নিয়ে গেল বিহারে্র ঔরঙ্গাবাদ থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, বিহারের লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা রাকেশ কুমার ২০২৩ সালে বিহারেরই একটি সংস্থার মালিক রাজেশ কুমারের সাথে চুক্তি করেন তাঁর সংস্থাতে কম্পিউটার সরবরাহ করার। এই চুক্তি অনুযায়ী অনলাইনে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা রাজেশ কুমারের থেকে নেয় অভিযুক্ত। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও কোনো কম্পিউটার না মেলায় রাজেশবাবু বুঝতে পারেন তিনি সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। তিনি ঔরঙ্গাবাদ সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।
এদিকে, মাস তিনেক আগে রাকেশ দুর্গাপুরের বেনাচিতির গোঁসাইনগরে একটি মেয়েকে বিয়ে করে, যেখানে মেয়েটির পরিবারকে পাটনার ক্রাইম ব্রাঞ্চের আই টি সেলের আধিকারিক বলে নিজের পরিচয় দেয়। এরপর থেকে সেখানেই বসবাস শুরু করে অভিযুক্ত রাকেশ। ততদিনে বিহার পুলিস রাকেশের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে সে দুর্গাপুরে গা ঢাকা দিয়ে রয়েছে। এরপর দুর্গাপুর থানার পুলিশের সাথে তাঁরা যোগাযোগ করে। বৃহস্পতিবার ঔরঙ্গাবাদ থানার পুলিস দুর্গাপুরে এলে রাকেশ এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারে না। গোটা এলাকাটা দুর্গাপুর থানার পুলিশ ঘিরে রাখায় পুলিশের জালে ধরা পরে যায়। শুক্রবার ধৃতকে ট্রানজিট রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।