বিধাননগর সাব স্টেশনে আগুন, আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মেঃ
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের বিধাননগর সাব স্টেশনে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ৩.১০ নাগাদ আচমকাই আগুন লেগে যায়। আগুন লাগার বিষয়টি প্রথমে এলাকাবাসীদের নজরে আসে। দেখেন ওই সাব স্টেশনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তারা ওই সাব স্টেশনের কর্মীদের জানান। খবর দেওয়া হয় পুলিশকেও। বিধাননগর ফাঁড়ির পুলিশ যায় ঘটনাস্থলে। তবে ওই সাব স্টেশনের কর্মীরাই উদ্যোগ নিয়ে আগুন নেভান। সাব স্টেশন সুত্রে জানা গিয়েছে এই অগ্নিকান্ডে তেমন বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুন সময় মতো আয়ত্বে আনা গেছিল, নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো। তবে ঠিক কি কারনে আগুন লাগল তা জানা না গেলেও অনুমান করা হচ্ছে সম্ভবতঃ শর্টসার্কিট থেকে এই আগুন লেগে যেতে পার।
ধন্যবাদান্তেঃ প্রতীম দাস