জামুড়িয়ায় বেসরকারী কারখানায় বিধ্বংসী আগুন, কোটি উপর ক্ষতির আশঙ্কা
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ১৪জুনঃ
আগুনের ভষ্মীভূত গোটা কারখানা। কয়েক কোটির ক্ষয়ক্ষতির আশঙ্কা কর্তৃপক্ষের। জামুড়িয়া শিল্প-তালুকের মিঠাপুর মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানায় মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই তার বিচিং ইউনিটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়।
এদিনের এই আগুন লাগার ঘটনার খবর কারখানা কর্তৃপক্ষ জানার সাথেই তারা আগুন নেভাতে তৎপর হয়। আগুন লাগার খবর জামুড়িয়া থানার পুলিশ ও রানীগঞ্জ ও আসানসোল দমকল বিভাগে খবর দেওয়া হলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এই কারখানায় পেট্রোপণ্য জাতীয় পলি প্যাক এর বিভিন্ন সামগ্রী এবং কাপড় তৈরি হয়।সেই কারখানারই হিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। সেই সময় ওই অংশে থাকা বেশ কয়েকজন কর্মী এই বিষয় লক্ষ্য করে মুহূর্তে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর আগুন নেভাতে তৎপর হয় তারা। এদিনের এই আগুন লাগার ঘটনায় কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও দমকল বিভাগের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ তেমন কিছু জানানো হয়নি। তারা জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ নিজের উদ্যোগেই আগুন নেভাতে তৎপর হয়, পরে ফায়ার ব্রিগেড আগুন নেভানোর উদ্যোগ নেয়।