দুর্গাপুরে আদালত চত্বরে আগুন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০নভেম্বরঃ
সাত সকালে আদালত চত্বরে ঘটল অগ্নিকান্ডের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বর জুড়ে।
স্থানীয়দের অভিযোগ, মহকুমা নির্বাচন দপ্তরের সমস্ত বাতিল কাগজপত্র রবিবার দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে ফেলে দেওয়া হয়। জমা ওই কাগজের স্তুপে কেউ বা কারা আজ সোমবার ভোরে আগুন লাগিয়ে দেয়। শুকনো আবহাওয়া সাথে সকাল থেকে চলতে থাকা বাতাসের দরুন সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা উদ্যোগ নেয় আগুন নেভাতে। কিন্তু বিষয়টি তাদের সাধ্যের বাইরে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে ও পুলিশকে। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় বেলা ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে।