কল্পতরু মেলার অস্থায়ী অনুসন্ধান কার্যালয়ে আগুন, নেপথ্যে ষড়যন্ত্র?
আমার কথা, দুর্গাপুর, ১০ ডিসেম্বর:
কল্পতরু মেলা শুরুর আগে থেকেই এবারে এই মেলাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দিন কয়েক আগে এই মেলাকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে। তারই মাঝে আজ মঙ্গলবার সকালে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয় মেলার প্রস্তুতিপর্ব। আর এই দিনেই রাতের বেলা এই মেলার একটি অনুসন্ধান কার্যালয়ে লেগে যায় আগুন। এলাকার এক বাসিন্দা প্রশান্ত রায় জানান, তিনি দুর্গাপুর উৎসব থেকে বাড়ি ফিরছিলেন। কল্পতরু মেলা ময়দানের কাছে এসে দেখেন ওই অস্থায়ী ক্যাম্পটিতে আগুন লেগেছে। এদিকে ঘটনাস্থলে ততক্ষণে কোকওভেন থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রশান্তবাবু ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। ক্যাম্পটির কিছুটা পুড়ে যায়। অনুসন্ধান কার্যালয়ের দুটি চেয়ারও পুড়ে গিয়েছে। আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে।
এখন প্রশ্ন উঠছে এই আগুন লাগার পিছনে কি সেদিনের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ভূমিকা রয়েছে?