দুর্গাপুরে ভর সন্ধ্যায় কাঠের গোডাউনে আগুন
আমার কথা, দুর্গাপুর, ৯ মার্চ:
আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গোডাউন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত গোঁসাইনগর এলাকায়। যদিও এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের কোনো খবর নেই।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যেবেলা আচমকাই কাঠের ওই গোডাউনে আগুন লাগে। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর উদ্যোগ নেন। সাথে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের আধিকারিক জানান, গোডাউনে একটি মোটরে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনা গেছিল নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তিওয়ারি। তিনি জানান, বড় কোনো ক্ষতি হয়নি। কারন দমকলের ইঞ্জিন আসার আগে আশেপাশের লোকজন নিজেরা উদ্যোগ নিয়ে জল ঢেলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছিল। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যায়নি।