এবার করোনায় আক্রান্ত পানাগড় অগ্নি নির্বাপণ কেন্দ্রের দমকল কর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৫ আগস্টঃ
করোনার থাবায় ক্ষত বিক্ষত আজ সারা বিশ্ব আর এই করোনার সাথে লড়াইয়ে যারা প্রথম সারিতে রয়েছেন তারা হলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, দমকল কর্মী, সাংবাদিকরা। এবার করোনার গ্রাসে পড়লেন এক দমকল কর্মী। পানাগড় অগ্নি নির্বাপণ কেন্দ্রে কর্মরত ওই দমকলকর্মীর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্যদের মধ্যেও।
করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দমকল বিভাগের ভূমিকা এই মুহূর্তে অতন্ত্য গুরুত্বপূর্ণ। যখনই যেখানে করোনা ধরা পড়েছে তখনই সেখানে দমকল কর্মীরা ছুটেছেন এলাকা জীবানুমুক্ত করতে। এভাবে দিনের পর দিন করোনার সাথে যুদ্ধ করতে করতে তাদের মধ্যেও কেউ না কেউ করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। গত মাসের ৩১ তারিখে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পানাগড় অগ্নি নির্বাপণ কেন্দ্রের কর্মীদের লালারস পরীক্ষা করার জন্য পাঠানো হয়। আজ সকালে জানা যায় তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে মলান্দিঘির করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি জানার পর অন্যান্য দমকল কর্মীদের মধ্যে করোনার আতঙ্ক দেখা দিয়েছে। তাদের একদিকে যেমন নিজেদের করোনায় আক্রান্ত হওয়ার আতঙ্ক চেপে বসেছে তেমনই অপরদিকে এই আসঙ্কাও দেখা দিয়েছে যে যদি তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাহলে পরিষেবা কিভাবে দেবেন তাঁরা।