দুর্গাপুরে অগ্নি-নিরোধক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ মেঃ
দুর্গাপুর শিল্পাঞ্চলের সিটি সেন্টারে অবস্থিত রাজ্য অগ্নি-নির্বাপন কেন্দ্রের উদ্যোগে আজ শুক্রবার এক অগ্নি-নিরোধক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।হঠাৎ করে যদি শিল্পাঞ্চলের কোন জনবহুল শপিংমলে বা বহুতলে আগুন লাগে তখন কিভাবে অগ্নিনিরোধক কার্যকলাপ চালাতে হবে সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় আজ। দুর্গাপুর শিল্পাঞ্চলের সিটি সেন্টারের বিগবাজার ও কনকাঙ্গনের সন্নিকটে ছোট ময়দানে এদিন এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এক আধিকারিক জানান এদিন এই অনুষ্ঠানের আয়োজন শুধু সিটিসেন্টারে নয় চন্ডিদাস বাজারেও করা হয়েছে। চলতি মাসের ৪ তারিখ থেকে সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে চলবে জুন মাসের ৪ তারিখ পর্যন্ত। এই অনুষ্ঠানে রাজ্য অগ্নি নির্বাপন কেন্দ্রের একাধিক উচ্চ আধিকারিক উপস্থিত ছিলেন।