উখরায় ধাবার জমা আবর্জনায় আগুনের আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৬নভেম্বরঃ
জমা আবর্জনায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল থানার উখরা ফাঁড়ির অন্তর্গত পূজারী মাঠ এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে উখরার পুজারি মাঠ এলাকায় কঠিন তরল বর্জ্য নিষ্কাশন প্রকল্পের জমা আবর্জনায় এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎই আগুন ও ধোঁয়া লক্ষ্য করে স্থানীয়রা। ধাবায় জমা আবর্জনায় আগুন লেগে যাওয়ায় গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুনের লেলিহান শিখা দেখা যায় দূর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান মাস দুয়েক আগে এই প্রকল্পটি চালু হয়েছে । এলাকার বিভিন্ন বাড়ি থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আবর্জনা এনে এখানে জড়ো করা হয়। সেই আবর্জনাতেই এদিন আগুন লাগে। কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও পুলিশ।